১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৮

ভারত-ইসরায়েল জুটি স্বর্গে তৈরি : নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক :

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ভারতের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্কের এই জুটি স্বর্গে তৈরি।

এর আগে ইসরায়েলে সফরে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আই ফর আই’। অর্থাৎ ‘ইন্ডিয়ার জন্য ইসরায়েল’ এবং ‘ইসরায়েলের জন্য ইন্ডিয়া’। দুই দেশের নামের বানানের প্রথম অক্ষর ব্যবহার করে পারস্পরিক গভীর বন্ধুত্বের বহিঃপ্রকাশ করেছেন মোদি।

ভারতের ক্ষমতাসীন কোনো প্রধানমন্ত্রী হিসেবে মঙ্গলবার তিন দিনের সরকারি সফরে ইসরায়েলে পৌঁছান মোদি। বুধবার সফরের দ্বিতীয় দিন দুই দেশের প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে মোদি ও নেতানিয়াহু পরস্পরের ভূয়সী প্রশংসা করেন। ভারতের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে নেতানিয়াহু বলেন, ‘এটি একটি বিবাহ, যা স্বর্গে হয়েছিল কিন্তু এই পৃথিবীতে আমরা তা বাস্তবায়ন করছি।’

বুধবার সকালে বৈঠক করেন দুই নেতা। বৈঠক শেষে দুই দেশের মধ্যে মহাকাশ প্রযুক্তি, কৃষি ও পানি সংরক্ষণ খাতে  সাতটি চুক্তি স্বাক্ষরিত হয়। এসবের মধ্যে প্রযুক্তি উদ্ভাবন তহবিল নামে একটি ক্ষেত্রে ৪০ মিলিয়ন ডলারের চুক্তি রয়েছে।

সংবাদ সম্মেলনে মোদি বলেন, ‘আমরা শুধু দ্বিপক্ষীয় সুযোগ সম্পর্কে আলোচনা করিনি, বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা নিয়েও আমাদের মধ্যে আলোচনা হয়েছে।’ এ ছাড়া অঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে যৌথভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন দুই নেতা।

১৯৪৭ সালে ভারত এবং ১৯৪৮ সালে ইসরায়েল স্বাধীনতা লাভের পর এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী ইসরায়েল সফরে গেলেন। ১৯৯২ সাল পর্যন্ত ইসরায়েলের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক ছিল না। ওই বছর কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার ২৫ বছর পর ভারতীয় প্রধানমন্ত্রী গেলেন ইসরায়েলে। বৃহস্পতিবার তিন দিনের সফর শেষে দেশে ফিরবেন মোদি।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন

প্রকাশ :জুলাই ৫, ২০১৭ ৯:৪১ অপরাহ্ণ