১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৪৯

বীরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে শিশু ধর্ষনের নাটক

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ১ ব্যক্তির নামে শিশু ধর্ষনের নাটকের অভিযোগ।
উপজেলার মোহনপুর ইউনিয়নে কৃষ্ণপুর বটতলী গ্রামের মোশারফ হোসেনর স্ত্রী হুসনা বানু মঙ্গলবার সন্ধ্যায় ১ লিখিত অভিযোগে জানায়, গত ৮/৯ মাস পূর্বে তার পুত্র আবু হোসেন নুরকে প্রতিবেশী আব্দুর রহিমের পুত্র শামীম ইসলাম বটতলী বাজারে গভীর রাতে হামলা চালিয়ে আহত করে। নুরের চিৎকারে স্থানীয় সোহাগ ও বাবু তাকে উদ্ধার করে পরিবারের সহযোগীতায় রাতেই বীরগঞ্জ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করায়। পুত্রকে আহত করায় বিচার চেয়ে সে সময় মোশারাফ হোসেন বাদী হয়ে বীরগঞ্জ থানায় ১টি অভিযোগ দাখিল করে। ৪ দিন চিকিৎসা শেষে স্থানীয় সাবেক ইউপি সদস্য দুলাল হোসেন, গণ্যমান্য ব্যাক্তি সাইফুল ইসলাম, আজিজার রহমান, আমিনুল ইসলাম সহ বেশ কয়েক জনের উপস্থিতে শামীম ইসলামকে অভিযুক্ত করে চিকিৎসা বাবদ ৭ হাজার টাকা জরিমানার মাধ্যমে তাৎক্ষনিক ঘটনাটি আপোষ করা হয়।
তিনি আরো জানায়, তারই প্রতিশোধ নিতে আব্দুর রহিম দীর্ঘদিন ধরে মোশারফ হোসেনর পরিবারের ক্ষতি করার চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়ে তামার স্বামী মোশারফ হোসেনের বিরুদ্ধে গত ২ জুলাই বিকালে রহিমের কন্যা জান্নাতুন ফেরদ্দৌসি (৬) কে ধর্ষনের অভিযোগ এনে ৪ জুলাই সকালে মেয়েটিকে নিয়ে বীরগঞ্জ হাসপাতালে ভর্তি করে মিথ্যা মামলা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। তারা এই ঘৃন্যতম অপরাধের মিথ্যা অভিযোগের সুষ্ট তদন্ত সাপেক্ষে বিচার কামনা করেন।
এব্যাপারে সরজমিতদন্তে বীরগঞ্জ হাসপাতালে চিকিৎসক জানায়, ধর্ষনের চিকিৎসা এখানে না থাকায় ও মেয়েটির পিতার অভিযোগের প্রেক্ষিতে সঠিক চিকিৎসার জন্য দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে স্থানীয়রা পূর্বের মারপিট ও জরিমানার কথা স্বীকার করে সাজানো ঘটনাটির দৃষ্টান্তমুলক শাস্তির দাবী কামনা করেন।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুলাই ৫, ২০১৭ ৯:০৪ অপরাহ্ণ