২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:২৬

কুমিল্লায় ঝগড়া থামাতে গিয়ে নিহত ১ আহত আরো ২ যুবক

নিজস্ব প্রতিবেদক:    

কুমিল্লা জেলার মনোহরগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে ইউসুফ কাজী (১৮) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ যুবক। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে মনোহরগঞ্জ উপজেলার লালচাঁদপুর গ্রামে এই হত্যাকা ঘটনা ঘটে। নিহত ইউসুফ লালচাঁদপুর গ্রামের ওয়াজেদ কাজীর ছেলে।

আহতরা হলেন, লালচাঁদপুর গ্রামের শফিউল আলমের ছেলে নেয়ামত উল্লাহ (১৮) এবং রুহুল আমিনের ছেলে মো. সোহেল (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে লালচাঁদপুর গ্রামের আশ্রয় কেন্দ্র সংলগ্ন ব্রিজের উপর ঝগড়ায় লিপ্ত হয় কয়েকজন যুবক। এসময় ঝগড়া থামাতে গেলে ছুরিকাঘাতে আহত হন ইউসুফ। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এসময় সোহেল ও নেয়ামত নামে ২ যুবক গুরুতর আহত হয়।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুজ্জামান শীর্ষ নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তদের আটক করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

ওই কিশোরের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ৫, ২০১৭ ১২:৩৭ অপরাহ্ণ