২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:০৫

সিলেটে বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ পানির সঙ্কট

নিজস্ব প্রতিবেদক:

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীর পানি কমা অব্যাহত রয়েছে। নদনদীর পানি ধীরগতিতে কমলেও প্লাবিত হাওর এলাকার পানি স্থিতিশীল রয়েছে। টিউবওয়েলগুলো পানিতে তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির তীব্র সঙ্কট দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সিলেটের কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার ৭২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া আমলসীতে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৭৮ সেন্টিমিটার, শেওলায় ৬৮ সেন্টিমিটার ও শেরপুরে ১৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের বালাগঞ্জ, ওসমানীনগর, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ ও জকিগঞ্জে বন্যা দেখা দেয়। বন্যার কারণে এসব উপজেলার আড়াই শতাধিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়। ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বেশিরভাগ সড়ক পানির নিচে।

সরেজমিনে সিলেটের ফেঞ্চুগঞ্জ বাজার এলাকায় গিয়ে দেখা যায়, ফেঞ্চুগঞ্জ ব্রিজ থেকে কুশিয়ারা নদীর তীর ধরে যে রাস্তা বাজারে গেছে তা সপ্তাহখানেক ধরে পানির নিচে রয়েছে। ফলে এ সড়ক দিয়ে চলাচলে সাধারণ মানুষের বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ছাড়া বাজার তলিয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে ব্যবসা বাণিজ্যও বন্ধ রয়েছে।

ফেঞ্চুগঞ্জ বাজার সড়কের পাশে কুশিয়ারা নদীর তীরে বসবাসকারী বেদে সম্প্রদায়ের অস্থায়ী ঘরগুলোও পানিতে তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। নিজের বসতঘর হারিয়ে অন্যত্র বসবাস করছেন। বেদে সম্প্রদায়ের বসতবাড়িতে এ প্রতিবেদক গেলে কথা বলার মতো কাউকে খুঁজে পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, কুশিয়ারা নদীর পানি উপচে যখন সড়কের উপর দিয়ে প্রবাহিত হয়, তখন থেকেই নিজেদের বাড়ি ছাড়া এ সম্প্রদায়ের লোকজন। ফেঞ্চুগঞ্জের আবুল কালাম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে পানিবন্দি আছি। ফলে বাজারে ব্যবসা বাণিজ্য বন্ধ। এ ছাড়া টিউবওয়েল পানিতে তলিয়ে যাওয়ায় এলাকায় বিশুদ্ধ পানির সঙ্কট দেখা দিয়েছে।’

একই এলাকার জাহাঙ্গীর আলম বলেন, ‘বন্যাকবলিত এলাকায় যে ত্রাণ দেওয়া হচ্ছে তা পর্যাপ্ত নয়। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোরও ত্রাণ বিতরণে এগিয়ে আসা উচিত।’ সিলেটের জেলা প্রশাসক (ডিসি) রাহাত আনোয়ার বলেন, ‘মন্ত্রণালয় থেকে বন্যাকবলিত এলাকায় সব ধরনের সুযোগ-সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।’

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ৫, ২০১৭ ১২:৪৩ অপরাহ্ণ