৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৩৯

পটিয়ায় বিআরটিসির বাস উল্টে আহত ১৬ জন

নিজস্ব প্রতিবেদক:  

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার গৈরলার টেক এলাকায় বিআরটিসির একটি দোতলা বাস উল্টে কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন- মোহাম্মদ আলী (৬০), হাসান উদ্দিন (৩০), শহীদ (৩০), নাছির উদ্দিন (৭২), মালেক (৪০), রিদোয়ান (৩০), শেফালী দাশ (৪২), শওকত (৫০), সজীব (৩০), দাউদ (৬৭), গুরা মিয়া (২২), সাজেদা বেগম (১৭), বিমল সাহা (৬২), মোবারক (৪৫), রফিক (৩২) এবং বশর (২৮)।

হাইওয়ে পুলিশের পটিয়া ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান  বলেন, টানা বৃষ্টির কারণে সড়কের পাশে মাটি নরম হয়ে গেছে। আঁকাবাকা পথ পাড়ি দিতে গিয়ে বাসের চাকা মাটিতে চলে যায়। এতে মাটি দেবে গিয়ে বাসটি খাদে পড়ে যায়। তবে বাসটি আস্তে আস্তে পড়েছিল। সেজন্য অনেকেই নেমে যেতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, আমরা কমপক্ষে ১০ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। আরও ৫-৬ জন আহত আছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ৫, ২০১৭ ১১:২২ পূর্বাহ্ণ