১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৪

ভারতে ১২ ঘণ্টায় সাড়ে ৬ কোটি বৃক্ষরোপণ

আন্তর্জাতিক ডেস্ক:

পরিবেশ বাঁচানোর লক্ষ্য নিয়ে ভারতের মধ্য প্রদেশে অভিনব উদ্যোগ নেয়া হয়েছে। পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবকরা সম্প্রতি ১২ ঘণ্টায় পুরো রাজ্যে ৬ কোটি ৬০ লাখ গাছ রোপণ করেছে।মধ্য প্রদেশে এতো বেশি সংখ্যক গাছ লাগানোর কাজে অংশ নিয়েছিল দেড় কোটি স্বেচ্ছাসেবী। নর্মদা নদীর দুইপাড় জুড়ে এসব গাছের চারা রোপণ করা হয়। এই কাজের ওপর লক্ষ্য রেখেছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পর্যবেক্ষকরা।

প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী ভারতে তাদের ৫০ লাখ হেক্টর জমিতে বনায়নের কাজ করার কথা রয়েছে। তারই অংশ হিসেবে স্বেচ্ছাশ্রম ভিত্তিতে বৃক্ষরোপণের এই কাজ চলছে। ২০৩০ সালের মধ্যে তাদের বনায়নের কাজ শেষ করার কথা। বৃক্ষরোপণের এই মহোৎসব পরিচালিত হচ্ছে মধ্যপ্রদেশের রাজ্য সরকারের উদ্যোগে।

নর্মদা নদীর দুই পাড়ের ২৪টি জেলায় চলছে এই কার্যক্রম। মোট ২০টি ভিন্ন ভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্র শিবরাজ সিং চৌহান এই উদ্যোগকে `ঐতিহাসিক উদ্যোগ` বলেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ৫, ২০১৭ ১১:১৭ পূর্বাহ্ণ