২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:২০

গেন্ডারিয়ায় গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের ৭ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর গেন্ডারিয়ার ঢালকানগর এলাকায় একটি টিনসেট বাসায় গ্যাস পাইপ লাইন লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৭জন দগ্ধ হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন, আলেয়া বেগম (৬৫), শাহীদা বেগম (৪৫), শাহনাজ (৩৫), আলী আকবর (৫০), শরিফা (১৩), শরিফুল ইসলাম (৩৫) ও শুভ (৮)। দগ্ধ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বুধবার ভোর সোয়া ৪টার দিকে ঢালকানগর ৫৭/বি নম্বর টিনসেট বাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রতিবেশী জনি জানান, ভোরে ওই টিনসেট বাসায় সবাই ঘুমিয়ে ছিলো। দুই রুমের ওই বাসার মধ্য দিয়ে গ্যাসের পাইপ লাইন লাগানো ছিল। গ্যাস লাইন লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণে তারা সবাই দগ্ধ হয়েছে বলে আমি জানতে পেরেছি। ঘটনার পরপরই তাদেরকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এসেছি।

বার্ণ ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, বিস্ফোরণে তাদের শরীর যথাক্রমে ৩৩, ২৫, ৯, ২৫, ২, ৪৫ ও ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তারা সবাই চিকিৎসাধীন আছে বলে জানান তিনি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ৫, ২০১৭ ১০:৪৫ পূর্বাহ্ণ