নিজস্ব প্রতিবেদক:
জেলার পাইকগাছায় দুদকের গণশুনানিকে সামনে রেখে এবার কপিলমুনির ৫নং ওয়ার্ড ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ ইউনুচ আলী মোড়লের বিভিন্ন সময়ের দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির বিরুদ্ধে স্বোচ্চার হয়ে উঠেছেন এলাকাবাসী। স্থানীয় সাংবাদিক সহ দুদকের বরাবর লিখিত অভিযোগও করেছেন তারা।
লিখিত অভিযোগে বলা হয়, এমন কোনো দুর্নীতি বা অনিয়ম নেই যা ইউনুচের দ্বারা সম্ভব না। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি (কাবিখা) প্রকল্পে নি¤œ বিত্তদের বাদ দিয়ে উচ্চ বিত্তদের অন্তর্ভূক্ত করে তাদের সমুদয় টাকা উত্তোলন করে তিনি নিজেই আত্মসাত করেছেন। রেশন কার্ড বিতরণেও তিনি একই নীতি অবলম্বন করে ডিলাদের সঙ্গে যোগসাজসে বরাদ্দকৃত চাউলের বাজার মূল্যের অতিরিক্ত টাকা আত্মসাত করেছেন। এছাড়া রেশন কার্ড বিতরণে জনপ্রতি ৫’শ থেকে ১ হাজার টাকা পর্যন্ত পকেটস্থ করেছেন।
অভিযোগে আরও বলা হয়, ভিজিডি কার্ড বরাদ্দে জনপ্রতি দেড় থেকে ২ হাজার টাকা পর্যন্ত উৎকোচ নিয়েছেন। স্থানীয় জনৈক রফিকুল সরদারের নিজ অর্থায়নে ওয়াবদার বাঁধে স্থাপনকৃত কালভার্টটি নিজ নিয়ন্ত্রণে রেখে ইচ্ছামত পানি সরবরাহ করিয়ে চিংড়ি ঘের মালিকদের নিকট থেকে দীর্ঘদিন যাবৎ অবৈধ অর্থ উপার্জন করছেন। নীরিহ এলাকাবাসীর কেউ তার প্রতিবাদ করতে গেলে বিভিন্ন হয়রানিমূলক মামলার ভয় দেখিয়ে তাদেরকে স্তব্ধ করে রাখেন। তার এহেন অপকর্মে স্থানীয় এলাকাবাসীর পাশাপাশি সংক্ষুব্ধ হয়ে পড়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরাও। ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ কাশেম আলী সরদার ও সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম গাজী স্বাক্ষরিত অভিযোগে জানা যায়, ইউনুচ আলী প্রতাপকাটীর সাইফুল্লাহ সরদার, কুদ্দুস সরদার, সরফুল মোড়ল, হাসম মোল্যা, পর্বত মোড়লের নিকট থেকে রেশন কার্ড দিয়ে অবৈধ অর্থ গ্রহণ করেছেন। এছাড়া কর্মসৃজন কর্মসূচি প্রকল্পে সাইফুল সরদার, রাজ্জাক খাঁ, আসাদুল সরদার, ছোবহান শেখ, হাবিবুর শেখ, শহিদ গাজী, হালিমা বেগম সহ অনেককে কাজ না করিয়ে তাদেরকে যৎসামান্য টাকা দিয়ে তাদের মাধ্যমে প্রকল্পের টাকা উত্তোলন করে নিজেই আত্মসাত করছেনে। এমনকি কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের লোক দিয়ে তিনি তার নিজের বাড়ি ও মাছের ঘেরে কাজ করানোরও অভিযোগ রয়েছে।এছাড়া স্বজনপ্রীতির আশ্রয় নিয়ে আনোয়ারা বেগম, মাজেদ শেখ, সাজেদা বেগম, সবুজ বিশ্বাস, রহিমা বেগম, বুলবুলি বেগমদের নামে রেশন কার্ড থাকা সত্ত্বেও তাদেরকে কর্মসৃজন কর্মসূচি প্রকল্পভুক্ত করে নিজেকে নতুন বিতর্কে জড়িয়েছেন। সর্বশেষ তার বিরুদ্ধে আনিত অভিযোগ সমূহ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
দৈনিক দেশজনতা/এন এইচ