১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৬

সিলেটে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে সরকার ব্যর্থ

নিজস্ব প্রতিবেদক:

টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে সিলেটে সর্বত্র বন্যার পরিস্থিতির আরো অবনতি ঘটছে। এই বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।

আজ মঙ্গলবার দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রাউতকান্দি এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি শহীদ জিয়াউর রহমানের আদর্শের সৈনিকদের বন্যায় দুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলার সাধারণ সম্পাদক শামীম আহমদ, স্থানীয় সিনিয়র সিটিজেন আবদুল আহাদ, আবদুল বাছিত, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল মানিক সহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুলাই ৪, ২০১৭ ৮:১২ অপরাহ্ণ