১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৩

তিন ফরম্যাটেই পাকিস্তানের অধিনায়ক সরফরাজ

স্পোর্টস ডেস্ক:

প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাসভবনেপাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন দল মঙ্গলবার গেলো সংবর্ধনা অনুষ্ঠানে। সেখানেই আরো বড় পুরস্কার অপেক্ষা করছিল শিরোপাজয়ী পাকিস্তান দলের অধিনায়ক সরফরাজ আহমেদের জন্য। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান সেখানে তিন সংস্করণেই পাকিস্তানের অধিনায়ক হওয়ার প্রস্তাব দেন সরফরাজকে। ওয়ানডে আর টি-টুয়েন্টির অধিনায়ক ছিলেন আগেই। এবার টেস্টের নেতৃত্বও গ্রহণ করলেন সরফরাজ।

উইকেটরক্ষক-ব্যাটসম্যান সরফরাজ ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের পর প্রথম নেতৃত্ব পেলেন। সেটি শহীদ আফ্রিদির হাত থেকে দেশের টি-টুয়েন্টি দলের নেতৃত্ব। আজহার আলি তখন ওয়ানডে এবং মিসবাহ উল হক টেস্ট দলের অধিনায়ক। এই বছরের ফেব্রুয়ারিতে আজহার ওয়ানডে দলের নেতৃত্ব ছাড়লেন। সেটি তুলে দেওয়া হলো সরফরাজের কাঁধে। সরফরাজ তো জুনে ইংল্যান্ড থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা প্রথমবার তুলে দিলেন পাকিস্তানের ঘরে।

মনে করা হয়েছিল আজহার টেস্ট অধিনায়ক হবেন। গত মে মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে গেলো পাকিস্তান দল। ওই সিরিজ খেলে মিসবাহ অবসরে যান। তাতে খালি হয়ে যায় টেস্ট অধিনায়কের পদ। সেই খালি পদই এবার পূরণ করলেন সরফরাজ। আবার পাকিস্তান ফিরলো তিন ফরম্যাটে এক অধিনায়কে।

২০০৬ সালে পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপ জিতেছিল। সেই দলের অধিনায়ক ছিলেন সরফরাজ। পরের বছর তার ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয়। ৩০ বছরের সরফরাজ এখন পর্যন্ত ৭৫টি ওয়ানডে খেলে ২ সেঞ্চুরিতে ১৬৪৪ রান করেছেন। ২৯ টি-টুয়েন্টিতে ৩৫৯ রান তার। আর ৩৬ টেস্টে ৩ সেঞ্চুরিতে ৪০.৯৬ গড়ে করেছেন ২০৮৯ রান। এখন পর্যন্ত তার নেতৃত্বে ৯ ওয়ানডের ৭টিতে জিতেছে পাকিস্তান, হেরেছে দুটিতে। আর ৮ টি-টুয়েন্টিতে তার নেতৃত্বে মোটে একটিতে হেরেছে পাকিস্তান। জিতেছে ৭টিতেই।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুলাই ৪, ২০১৭ ৮:১০ অপরাহ্ণ