২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৪৭

জননিরাপত্তা হুমকির মুখে: মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক:

সরকারের উদাসীনতা ও অবহলোর কারণে দেশের কলকারখানায় দুর্ঘটনা বাড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘কলকারখানায় এসব দুর্ঘটনায় প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতিতেও সরকারের টনক নড়ছে না। যে কারণে মানুষের জীবনের নিরাপত্তা এখন অন্য যেকোনও সময়ের চেয়ে বেশি হুমকির মুখে পড়েছে।’সোমবার গাজীপুরের কাশিমপুরে মাল্টিফ্যাবস লিমিটেড নামে একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ১০জন নিহতের ঘটনায় শোক জানিয়ে গণমাধ্যমে পাঠানো বার্তায় মঙ্গলবার তিনি এসব কথা বলেন।

মির্জা আলমগীর বলেন, ‘একের পর এক দেশের কল-কারখানাগুলোতে অগ্নিকাণ্ড ঘটছে, ভবন ধসে অসংখ্য মানুষের জীবনহানি ঘটছে। কিন্তু এসব ভয়াবহ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকার সম্পূর্ণরুপে ব্যর্থ হয়েছে।’

শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘ বিস্ফোরণে ১০ জনের হৃদয়বিদারক মৃত্যু এবং অর্ধশতাধিক মানুষের আহতের ঘটনায় তাদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাভিভূত।’

বিএনপি মহাসচিব নিহত ও আহতদের পরিবারবর্গের পাশে দাঁড়ানো ও তাদেরকে আর্থিকভাবে সহায়তা করতে দলমত নির্বিশেষে সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুলাই ৪, ২০১৭ ৬:৩২ অপরাহ্ণ