১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৮

‘বিএনপি নির্বাচনে যাবেই, তবে হাসিনার অধীনে নয়’

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘নির্বাচনের আগে নাটক করে কোনও লাভ হবে না। গুম-খুন-হত্যা যত যা কিছুই করা হউক বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে। কিন্তু শেখ হাসিনার অধীনে কোনও নির্বাচন এদেশে হবে না, হতে পারে না। নির্বাচন হবে সহায়ক সরকারের অধীনে।’

মঙ্গলবার বিকেলে (৪ জুন) নয়াপল্টনস্থ ভাসানী ভবন মিলনায়তনে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর (দক্ষিণ) এ কর্মী সভার আয়োজন করে।

কবি ও লেখক ফরহাদ মজহারের অপহরণকে সরকারের সাজানো নাটক দাবি করে রিজভী বলেন, ‘অপহরণকারীরা লেখক ফরহাদ মজহারকে তার ব্যক্তিগত ফোন ব্যবহার করে স্ত্রীর সঙ্গে কথা বলাচ্ছেন। এটা বুঝতে কি ব্যারিস্টারি পাস করতে হয়। না কি জার্মান অট্রেলিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করতে হয়। এটা পাগলেও বুঝেন যে রাষ্ট্রই এই অপহরণের সঙ্গে জড়িত।’

আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বিএনপির আন্দোলনের কর্মীরা পাতালে ডুব দিলে সেখান থেকে ধরে নিয়ে জেলে ভরে দিচ্ছেন, নির্যাতন করছেন, ক্রসফায়ারে হত্যা করছেন।’

রিজভী বলেন, ‘আল্লাহর কাছে হাজার শোকরিয়া যে ফরহাদ মজহারকে হজম করতে পারেনি। কারণ যেভাবে সালাহউদ্দিন আহমেদের মতো একজন জাতীয় পর্যায়ের নেতা ও সাবেক মন্ত্রীকে অদ্ভূত এক নাটক সাজিয়ে বাংলাদেশের সরকার এবং ভারতের সরকার ও তাদের গোয়েন্দা বাহিনীরা অপহরণ করে ভারতে প্রেরণ করে দিলেন, তবে করে ফরহাদ মজহার গুম হলে অবাক হওয়ার কিছু ছিল না।’

তিনি বলেন, ‘অপহরণের পর সালাহ উদ্দিনকে সাহেবকে একটি নির্দিষ্ট জায়গায় আটক করে রেখে দিলেন। কারণ বাংলাদেশ সরকারের অনাচারের সহযোগী হচ্ছে ভারত সরকার। এটা অত্যন্ত দুঃখজনক যে ভারত একটি বৃহত্তর রাষ্ট্র যারা নিজেদের গণতান্ত্রিক রাষ্ট্র বলে দাবি করে। অথচ শেখ হাসিনার অন্যায় আবদার, গুম-খুনকে প্রশ্রয় দিচ্ছে তারা। যার শিকার সালাহ উদ্দিন আহমেদ। আর ঠিক এরকমই একটি ঘটনা ঘটতে যাচ্ছিল ফরহাদ মজহারের ক্ষেত্রেও। তাকেও সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।’

তিনি আরও বলেন, ‘বিরোধী দলকে ভয় পাইয়ে দেওয়ার ম্যাসেজ হচ্ছে কবি ও লেখন ফরহাদ মজহারকে অপহরণ। অপহরণের নামে সাজানো নাটক করা হয়েছে। আর সেই নাটকের পরিচালক প্রযোজক হচ্ছে সরকার, স্বয়ং শেখ হাসিনা।’

আয়োজক সংগঠনের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল ও সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী প্রমুখ।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুলাই ৪, ২০১৭ ৬:২৭ অপরাহ্ণ