১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৩

নওগাঁয় নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলার ভালাইন ইসলামিয়া দারুল উলুম কওমি হাফেজিয়া মাদরাসার নৈশপ্রহরী মনছুর সরদার (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত মনছুর উপজেলার ভালাইন গ্রামের আব্দুল মালেকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভালাইন ইসলামিয়া দারুল উলুম কওমি হাফেজিয়া মাদরাসার আবাসিকে অস্থায়ী ভাবে নৈশপ্রহরীর দায়িত্বে ছিলেন মনছুর। তার বাড়ির পাশেই মাদরাসা। আবাসিকে ৩৫/৪০ জন শিক্ষার্থী থাকত। সোমবার রাতে বাড়িতে খাবার খেয়ে রাত সাড়ে ১১টার দিকে মাদরাসার বারান্দায় শুয়ে ছিলেন তিনি। এ সময় কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে বুকের ডান পাশে আঘাত করে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা এসে বিষয়টি দেখে থানা পুলিশে খবর দেয়। পুলিশ এসে মনছুরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মারা যান।
মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার কারণে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই মজিদুর রহমান বাদী হয়ে মঙ্গলবার সকালে অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা করেছেন। এ হত্যার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুলাই ৪, ২০১৭ ৫:৫৯ অপরাহ্ণ