১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৫

লংগদুর বাঙালীদের ওপর মিথ্যা মামলা, গণগ্রেফতার ও পুলিশি হয়রানি বন্ধে মানববন্ধন

শাহ আলম, রাঙামাটি প্রতিনিধি:

লংগদু উপজেলায় যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়নের হত্যাকে কেন্দ্র করে পাহাড়ীদের ঘরে আগুন দেওয়ার ঘটনাকে ঘিরে লংগদু উপজেলার বাঙালীদের নামে মিথ্যা মামলা, গণগ্রেফতার ও পুলিশি হয়রানির বন্ধসহ গ্রেফতারকৃত সকল বাঙালীদের নিঃশর্ত মুক্তির দাবিতে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সামবেশ করেছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে রাঙামাটি জেলার পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের সভাপতি আলমগীর হোসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাঙালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহাদাৎ ফরাজি, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ন-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদ শাহ আলম, পার্বত্য শ্রমিক পরিষদের আহব্বায়ক রাসেল ইসলাম সাগর প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি ঘটে যাওয়া লংগদুর পাহাড়ীদের ঘরে আগুন দেওয়াকে কেন্দ্র করে লংগদু উপজেলার বাঙালিদের মিথ্যা মামলা, গণহারে গ্রেফতার ও পুলিশি হয়রানি করা হচ্ছে। সমাবেশ থেকে প্রশাসনের গণহারে গ্রেফতার ও পুলিশি হয়রানির প্রতি নিন্দা ও প্রতিবাদ জানান এবং গ্রেফতারকৃত বাঙালিদের নি:শর্ত মুক্তির দাবী জানান।

সমাবেশ আরো বলেন, লংগদুর পাহাড়ীদের ঘরে আগুন যারা দিয়েছে তা সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্ত মূলক শান্তি দেওয়া হোক। কিন্তু গণহারে গ্রেফতার কোন ভাবেই গ্রহনযোগ্য নয়।

প্রশাসনকে হুশিয়ালী দিয়ে বক্তারা বলেন, বাঙালিদের মিথ্যা মামলা, গণহারে গ্রেফতার ও পুলিশি হয়রানি বন্ধ করা না হলে হরতালের মত কঠোর কর্মসূচিসহ তিন পার্বত্য জেলা অচল করে দেবেন।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুলাই ৪, ২০১৭ ৫:২৯ অপরাহ্ণ