১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১১

নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

রনজিৎ বর্মন, সাতক্ষীরা প্রতিনিধি:

সোমবার বিকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামান বুড়িগোয়ালিনী ইউপির আবাদচন্ডিপুর গ্রামে স্কুল পড়ুয়া কন্যার বিয়ে হচ্ছে এমন খবর শুনে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পেীঁছে বাল্য বিবাহ বন্ধ করেন। কনে সীমা রানী মন্ডল সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।

উপজেলা নির্বাহী অফিসার কনের বাবা, মা ও আত্নীয় স্বজনদের নিকট থেকে বিয়ে না দেওয়ার শর্তে অঙ্গিকারনামা গ্রহণ করেন এবং স্থানীয়দের বাল্য বিবাহ নিরোধে নিরুৎসাহীমুলক পরামর্শ প্রদান করেন। এলাকার সুধী সমাজ এহেন উদ্যোগ গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুলাই ৪, ২০১৭ ৫:২০ অপরাহ্ণ