১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৮

ভুয়া ডাক্তার দিয়ে চিকিৎসার নামে চলছে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইল ভূঞাপুর বিভিন্ন ক্লিনিক গুলোতে ভুয়া এমবিবিএস ডাক্তার দিয়ে প্রতিদিন চিকিৎসা সেবা নামে চলছে প্রতারণা, বিষয়টা প্রশাসন জানলেও নেওয়া হচ্ছে না আইনগত কোন ব্যবস্থা এমনটাই অভিযোগ তুলেছেন ভুক্ত ভোগী অনেকেই।

এক দশকের বেশি সময় ধরে ভূঞাপুর প্রায় সবগুলো ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার গুলোতে অনকলের ডাক্তার এবং সনোলজিস্ট হিসাবে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছেন মেডিসিন, লিভার, নাক, কান, গলা, বাতব্যাথা, শিশু রোগ, চর্ম ও যৌন রোগের চিকিৎসক হিসাবে পরিচিত ডাক্তার এমএ হাসান। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের নিবন্ধনহীন তথাকথিত এই ডাক্তার দ্বারা প্রতিদিনই প্রতারিত হচ্ছেন গ্রামের সল্পশিক্ষিত সহজ সরল রোগীরা। তথ্যসূত্রে জানা যায় এমএ হাসান “অল্টার নেটিভ মেডিসিন কাউন্সিল কলকাতা থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। হাজার বিশেক টাকা খরচ করলেই দেশে বসেই পাওয়া যায় এই সব সার্টিফিকেট এমনটিও তথ্য উঠে এসেছে প্রতিবেদনে। এদের কোন প্রকার বৈধতা না থাকলেও দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে এইসব অসংখ্য ভুয়া ডাক্তার।

ইতিপূর্বে বিষয়টা মিডিয়ায় উঠে আসলেও এখন পর্যন্ত কোন আইনগত ব্যবস্থা নেননি জেলা সিভিল সার্জন এবং জেলা প্রশাসক এমনটাই ক্ষোপ প্রকাশ করেছেন সচেতন মহল। বর্তমানে ক্লিনিক গুলোতে এমএ হাসান এর সাইন বোর্ড মুছে ফেলনেও কিছুটা গাঁ ঢাকা দিয়ে প্রতিদিনই অনকলে রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন তিনি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ৪, ২০১৭ ৩:৫১ অপরাহ্ণ