২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:০৫

ফিলিস্তিনি কৃষক বাড়ি দান করলেন আল জাজিরাকে

আন্তর্জাতিক ডেস্ক:

আল জাজিরার প্রতি সংহতি প্রকাশে এক ফিলিস্তিনি কৃষক নিজের বাড়ি দান করেছেন কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যমটিকে। মধ্যপ্রাচ্যে কাতার সংকটে সৌদি নেতৃত্বাধীন জোট সংবাদ মাধ্যমটিকে বন্ধ করে দেয়ার দাবি জানিয়েছে। ইতিমধ্যে সৌদি আরব সহ কয়েকটি আরব রাষ্ট্রে আল জাজিরার সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে। এমনকি আল জাজিরা দেখলে জরিমানাসহ কারাদন্ডের আইন করেছে রাষ্ট্রগুলো।
এমন পরিস্থিতি রবিবার কাতারের সম্প্রচার মাধ্যমটির প্রতি সংহতি প্রকাশ করেছেন   ফিলিস্তিনের পশ্চিম তীরের বেলিন জেলার কৃষক আয়িদ বারনাত। তিনি বলেন, ফিলিস্তিনের কারণে এর মাধ্যমে তিনি দোহাকে সমর্থন জানাচ্ছেন।
কাতার ফিলিস্তিন পুনর্গঠনে গাজার হামাস সরকারকে অর্থ সহায়তা করলে দেশটির বিরুদ্ধে সৌদি জোট সন্ত্রাসবাদের সহযোগিতার অভিযোগ আনে। সেই সাথে মুসলিম ব্রাদারহুড ও ইরানের সাথে যোগাযোগ বৃদ্ধির কারণেও অভিযুক্ত করা হয় দেশটিকে।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সিকে বারনাত জানান, আমি ও আমার ভাই যখন তরুণ ছিলাম কাতারের দাতব্য প্রতিষ্ঠান আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছিল।  তিনি ব্যাখ্যা করেন, ১৯৮২ সালের লেবানন গৃহযুদ্ধে তার বাবা নিহত হলে কাতারের প্রতিষ্ঠান তাদের পরিবারকে বেঁচে থাকতে সুযোগ করে দেয়।
৪০ বছর বয়সী কৃষক বারসাত জানাচ্ছেন,  আল-জাজিরার ফিলিস্তিন বিষয়ক বিভাগকে একটি বাড়ি দান করেছেন তিনি। সেইসাথে স্ত্রী কাতারের অসুস্থ লোকের জন্য কিডনীও দান করেছেন।
এদিকে সোমবার রাতে কাতারের দেয়া ১৩ দফা শর্ত পালনের সময় আরো ৪৮ ঘন্টা বাড়িয়েছে সৌদি জোট। এর আগের দিন এর ১০ দিনের সময়সীমা শেষ হয়েছিল। শর্তগুলোর মধ্যে আল জাজিরা বন্ধের দাবীও ছিল অন্যতম।

দৈনিক দেশজনতা/এন এইচ

 

প্রকাশ :জুলাই ৪, ২০১৭ ১১:৩৬ পূর্বাহ্ণ