২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৩৫

এইচপি স্কোয়াডের প্রথম ম্যাচ আজ

স্পোর্টস ডেস্ক:

পাঁচ ওয়ানডে ও একটি তিনদিনের ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াড এখন অস্ট্রেলিয়ায়। আজ (মঙ্গলবার) প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। ম্যাচটি হবে মারারা ক্রিকেট গ্রাউন্ড মাঠে। এইচপি স্কোয়াডের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেটারদের নিয়ে গড়া একটি দল। বছরের এ সময়টাতে অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলের ক্রিকেটাররা ডারউইনে এসে অনুশীলন করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগেই জানিয়েছেন, প্রতিপক্ষ হিসেবে শক্তিশালী দল পাবে বাংলাদেশ।

জয়-পরাজয় এ সফরে মূখ্য বিষয় নয়। ক্রিকেটারদের ভিন্ন কন্ডিশনে ট্রেনিং করানোই বিসিবির মূল উদ্দেশ্য। অনেকটাই ‘শিক্ষা সফরে’ গিয়েছেন এইচপির ক্রিকেটাররা। জয়-পরাজয় থেকেও ভিন্ন কন্ডিশনে অভিজ্ঞতা অর্জন ও শেখানোর উদ্দেশ্যে ক্রিকেটারদের অস্ট্রেলিয়া পাঠিয়েছে ক্রিকেট বোর্ড।

এ সফরে ম্যাচ খেলার পাশাপাশি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ২ নম্বর মাঠে এবং ২ নম্বর নেটে অনুশীলন করবে এইচপি স্কোয়াড। অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর ইংল্যান্ড সফরে যাবে দলটি।

২৪ ক্রিকেটার নিয়ে গত ১৩ জুন থেকে যাত্রা শুরু করে এবারের এইচপি স্কোয়াড। ঘরোয়া ক্রিকেটে ভালো করা ক্রিকেটারদের পাশাপাশি প্রতিভাবান তরুণদের নিয়ে গড়ে তোলা হয়েছে এইচপি ক্যাম্প। ক্যাম্প পরিচালনা করেন এইচপির কোচ সিমন হেলমট। তার সঙ্গে স্থানীয় কোচদের মধ্যে ছিলেন সহকারী কোচ মিজানুর রহমান বাবুল, পেস বোলিং কোচ মাহবুব জাকি, ফিল্ডিং কোচ সাইফুল ইসলাম, উইকেটকিপার গোলাম মুর্তজা। ক্রিকেটারদের পারফরম্যান্স মূল্যায়নের জন্য ১৫ দিনের সফরে যাননি বিসিবির নির্বাচক প্যানেলের কোনো সদস্য।

এইচপি স্কোয়াড : এনামুল হক বিজয়, তানবির হায়দার খান, লিটন কুমার দাস, মেহেদী মারুফ, সাদমান ইসলাম, ইমতিয়াজ হোসেন তান্না, আবু হায়দার রনি, আবু জায়েদ চৌধুরী রাহী, নাজমুল হোসেন শান্ত, হোসেন আলী, তাসামুল হক, ইরফান শুক্কুর, আবুল হাসান রাজু, ইয়াসির আলী চৌধুরী, নিহাদুজ্জামান ও সাইফউদ্দিন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ৪, ২০১৭ ১০:২৯ পূর্বাহ্ণ