নিজস্ব প্রতিবেদক:
ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার চার্জশিটভুক্ত ও একাধিক মামলার আসামি ফেনীর শীর্ষ সন্ত্রাসী রুটি সোহেল (৩৪) নিহত হয়েছে। সোমবার (৩ জুলাই) ভোরে শহরের বিরিঞ্চি এলাকায় র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধের’ সময় সে মারা যায়। এ সময় সোহেলসহ আরো কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে র্যাব জানিয়েছে।
র্যাব ঘটনাস্থাল থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার ও গুলি উদ্ধার করে। নিহত সোহেলের লাশ ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে।
ফেনী র্যাব ক্যাম্প সূত্র জানায়, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার চার্জশিটভুক্ত ও একাধিক মামলার আসামি সোহেল সম্প্রতি জামিনে মুক্তি পায়। এরপর আবারো বেপরোয়াভাবে ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা- শুরু করে সে।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক দেশজনতা/এন আর