১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৫:২৯

বুধবার গণপরিবহনের চলমান সংকট নিয়ে সভা

ঢাকা : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণপরিবহনের চলমান সংকট নিয়ে আগামীকাল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে একটি পর্যালোচনা সভা করা হবে।
মন্ত্রী মঙ্গলবার সচিবালয়ে তার দপ্তরে ১৯৯১ সালের ২৯ মার্চ তারিখে রাজধানীর মৌচাকে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) কর্তৃক ক্ষতিপূরণের চেক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি বলেন, ‘আগামীকাল বিকেল ৪টায় বিআরটিএ’র কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হবে।’

প্রকাশ :এপ্রিল ১৯, ২০১৭ ১:৪০ পূর্বাহ্ণ