টোকিও, ১৭ এপ্রিল, ২০১৭ (বাসস): জাপানের ফুকুয়োকা অঞ্চলে সোমবার দমকল কর্মীবাহী একটি প্রাইভেট বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষে ২৩ জন আহত হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিতে ৫৪ দমকল কর্মী ছিল। উদ্ধারকারী কর্মকর্তারা একথা জানান।
উদ্ধারকর্মীদের বরাত দিয়ে স্থানীয় প্রতিবেদনে বলা হয়, এই দুর্ঘটনায় যাত্রীবাহী গাড়িটির চালকের মেরুদ- ভেঙ্গে গেছে। তার বয়স ২০ এর কোঠায়। তবে অন্যান্যরা সামান্য আঘাত পেয়েছে।
স্থানীয় পুলিশ জানায়, স্থানীয় সময় সকাল পৌনে ৮টায় মধ্যাঞ্চলীয় ফুকুওকা অঞ্চলের লিজুকা নগরীতে এই দুর্ঘটনা ঘটে। বাসটি বিপরীত দিকে থেকে আসা গাড়িকে ধাক্কা দেয়।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

