নিজস্ব প্রতিবেদক:
অপহৃত ফরহাদ মজহারের অবস্থান দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে শনাক্ত করতে পেরেছে বলে জানিয়েছে পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার।
তিনি জানান, আমরা তার অবস্থান শনাক্ত করতে পেরেছি। তিনি খুলনা অঞ্চলে রয়েছেন, তাকে উদ্ধারের চেষ্টা চলছে। সোমবার সকালে পরিবার থানায় অভিযোগ করার পর বিকালে এ কথা জানান তিনি।
সোমবার ভোররাতে তিনি মোহাম্মদপুর লিংক রোডের হক গার্ডেনের নিজ বাসা থেকে বের হন। এর কিছুক্ষণ পর তিনি তার স্ত্রীকে ফোন করে বলেন, ওরা আমাকে নিয়ে যাচ্ছে। ওরা আমাকে মেরে ফেলবে। পরে ওই ফোন থেকে তার স্ত্রীর কাছে ফোন করে অর্থ দাবি করা হয়।
সকাল ১০টার দিকে ফরহাদ মজহারের এক স্বজন আদাবর থানায় বিষয়টি অবহিত করেন। তবে থানায় আনুষ্ঠানিক কোন অভিযোগ দায়ের করা হয়নি। তথ্য পেয়েই পুলিশ কর্মকর্তারা ফরহাদ মজহারের বাসায় যান।
দৈনিক দেশজনতা /এমএম