নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পল্লবীর ডিওএইচএসে নির্যাতনের শিকার গৃহকর্মী সাবিনা আক্তারকে (১৩) উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে। ওই শিশুকে নির্যাতনের অভিযোগে লেফটেন্যান্ট কর্নেল তসলিম আহসানের স্ত্রী আয়েশা লতিফের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই আসিফ ইকবাল এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ওই ঘটনায় রোববার রাতেই মামলা দায়ের হয়। সোমবার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে নেওয়া হয়েছে।
রোববার সাবিনা নামের ওই শিশুকে নির্যাতনের অভিযোগ পাওয়া যায়। টাঙ্গাইলের কেরামজালি গ্রামের ওই কিশোরী গত ছয়মাস ধরে লেফটেন্যান্ট কর্নেল তসলিম আহসানের ডিওএইচএসের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিল।
সেখান থেকে রোববার সকালে পালিয়ে সাবিনা পল্লবীর সাত্তার মোল্লা রোডে এসে জালাল নামে এক পথচারীর কাছে আকুতি জানায়, ‘আমাকে বাঁচান, আমাকে হাসপাতালে নেন।’
পথচারী জালাল বিস্তারিত জানার পর ওই কিশোরীকে পল্লবী থানায় নিয়ে যান। এরপর ওই কিশোরীকে চিকিৎসার জন্য পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
হাসপাতালে সাংবাদিকদের কাছে ওই কিশোরী জানায়, তাকে ছয় মাস ধরে মারধর করা হচ্ছিল। কারণে-অকারণে গৃহকর্ত্রী তাকে প্রায়শই মারধর করতেন। নির্যাতনের ভয়ে সে জানালা দিয়ে পালিয়ে এসেছে।
দৈনিক দেশজনতা /এমএম