১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৩

লর্ডস টেস্টে খেলছেন না প্রোটিয়া অধিনায়ক ডু প্লেসিস

ক্রীড়া ডেস্ক :

ইংল্যান্ডের লর্ডসে আগামী ৬ জুলাই থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকা এবং স্বাগতিক ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট। আর চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে থাকতে পারছেন না প্রোটিয়াদের নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসিস।

প্রথমবারের মতো বাবা হওয়া প্লেসিস তাঁর অসুস্থ স্ত্রীর সাথে থাকতে ইতিমধ্যে দেশে ফিরে গেছেন। এর আগে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই ফেরার কথা থাকলেও তাঁর স্ত্রী এবং নবজাতক বেশি অসুস্থ হয়ে পড়ায় দলের সাথে আসা হয়নি তাঁর।
তবে দলের ম্যানেজার মোহাম্মদ মোসাজি আশাবাদী দ্বিতীয় টেস্টে ডু প্লেসিসকয়ে পাওয়ার ব্যাপারে। এই প্রসঙ্গে তিনি সংবাদমাধ্যমকয়ে বলেন,
‘গত সপ্তাহে ডু প্লেসিস প্রথমবারের মতো বাবা হয়েছেন। কিন্তু, তার স্ত্রী সন্তান প্রসবের পর অসুস্থ হয়ে পড়েন। তাদের সন্তানও কিছুটা অসুস্থ। তাই স্ত্রী-সন্তানের পাশে থাকার জন্য ডু প্লেসিস প্রথম টেস্টে খেলতে পারবেন না। ট্রেন্ট ব্রিজে আগামী ১৪ জুলাই দ্বিতীয় টেস্ট হবে। আমরা আশা করছি এর আগেই ডু প্লেসিস ফিরে আসবে।’
এদিকে ডু প্লেসিসের পরিবর্তে প্রথমবারের মতো টেস্টে প্রোটিয়াদের অধিনায়কত্ব করবেন ডিন এলগার। আর প্লেসিসের বদলে দলে জায়গা পেতে যাচ্ছেন ডি ব্রুইন অথবা আইডেন মার্করাম।
এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে একটি মাত্র টেস্ট খেলার অভিজ্ঞতা আছে ডি ব্রুইনের। অপরদিকে সাদা পোশাকে অভিষেকের অপেক্ষায় আছেন মার্করাম।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুলাই ৩, ২০১৭ ৬:২৯ অপরাহ্ণ