আন্তর্জাতিক ডেস্ক:
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য ও সাবেক বিদ্রোহীদের মধ্যে নতুন করে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। রোববার মানবিক সহায়তাকারী সূত্র একথা জানিয়েছে। খবর এএফপি’র।
জাতিসংঘ মিশন এমআইএনইউএসসিএ জানায়, শনিবার বাণিজ্যিক শহর কাগা-বান্দোরোতে উভয়পক্ষের মধ্যে সহিংসতা শুরু হয়। মুসলিম প্রধান সাবেক সেলেকা মুভমেন্টের বিদ্রোহীরা শহরটিতে হামলা চালালে এ প্রাণহানির ঘটনা ঘটে। দেশটিতে জাতিসংঘের ১২ হাজার সৈন্য রয়েছে। জাতিসংঘ সূত্র জানায়, ‘বিদ্রোহীরা শহরটিতে থাকা পাকিস্তানী ও বুরুন্ডিয়ান সৈন্যদের সম্মুখীন হয়।’
উল্লেখ্য, সেলেকা বিদ্রোহীরা ২০১৩ সালের মার্চ মাসে খ্রিস্টান প্রেসিডেন্ট ফ্রাঁসোইস বোজিজেকে উৎখাত করে অল্প সময়ের জন্য ক্ষমতা দখল করে।
জাতিসংঘ মিশন এমআইএনইউএসসিএ জানায়, শনিবার বাণিজ্যিক শহর কাগা-বান্দোরোতে উভয়পক্ষের মধ্যে সহিংসতা শুরু হয়। মুসলিম প্রধান সাবেক সেলেকা মুভমেন্টের বিদ্রোহীরা শহরটিতে হামলা চালালে এ প্রাণহানির ঘটনা ঘটে। দেশটিতে জাতিসংঘের ১২ হাজার সৈন্য রয়েছে। জাতিসংঘ সূত্র জানায়, ‘বিদ্রোহীরা শহরটিতে থাকা পাকিস্তানী ও বুরুন্ডিয়ান সৈন্যদের সম্মুখীন হয়।’
উল্লেখ্য, সেলেকা বিদ্রোহীরা ২০১৩ সালের মার্চ মাসে খ্রিস্টান প্রেসিডেন্ট ফ্রাঁসোইস বোজিজেকে উৎখাত করে অল্প সময়ের জন্য ক্ষমতা দখল করে।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

