২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৪৬

ফরহাদ মজহারকে অপহরণ

নিজস্ব প্রতিবেদক:
কবি, কলামিস্ট ফরহাদ মাজহারকে অপহরণ করা হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে একদল লোক তাকে অপহরণ করে বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে।
জানা যায়, আজ ভোর ৫টার দিকে এক ব্যক্তি তাকে ফোন করে নিচে আসতে বলে। তিনি বাইরে বের হলে তারা তাকে অপহরণ করে। তিনি ৫.২৯ মিনিটে একটি অপরিচিত ফোন থেকে তার স্ত্রী ফরিদা আক্তারকে জানান, তাকে অপহরণ করা হয়েছে। অপহৃতরা তার কাছে ৩৫ লাখ টাকা দাবি করেছে।
বেলা ১২টার দিকে আবারো ফরহাদ মজহার ফোন করে তার স্ত্রীকে জানান, তাকে ঢাকার বাইরে নিয়ে যাওয়া হচ্ছে।
পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদ্স্যরা তার বাসায় গেছেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ৩, ২০১৭ ৪:০৮ অপরাহ্ণ