১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১০

রায়ে হতাশ রাষ্ট্রপক্ষ

নিজস্ব প্রতিবেদক:

বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের দেয়া রায়ে হতাশ হয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম। সোমবার রায় পরবর্তী এক প্রতিক্রিয়ায় তিনি এ হতাশা প্রকাশ করেন।

মাহবুবে আলম বলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল হয়নি, শূন্যতা বিরাজ করছে। সংবিধানের মূলে ফিরে যাওয়ার যে অভিপ্রায় ছিল সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে তা যেতে পারেনি। এতে আমি হতাশ, দুঃখিত। তিনি বলেন, এ রায়ের মাধ্যমেই প্রমাণিত হয়েছে বিচার বিভাগ স্বাধীন। বিচার বিভাগ স্বাধীন বলেই এ রায় দিতে পেরেছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ৩, ২০১৭ ২:০৪ অপরাহ্ণ