নিজস্ব প্রতিবেদক:
একজন মুসলমান হিসেবে ভারতে গো-রক্ষা আন্দোলনের নামে মুসলিম হত্যার প্রতিবাদ করছেন বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক মাহমুদুর রহমান।রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভারতে গোরক্ষা আন্দোলনের নামে মুসলিম হত্যার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, একজন মুসলিম হিসেবে, একজন মানবাধিকারকর্মী হিসেবে, একজন গণমাধ্যমকর্মী ও একজন বিবেকবান মানুষ হিসেবে আমি ভারতে সংখ্যালঘুদের মানবাধিকার হরণের প্রতিবাদ করছি। এনিয়ে চুপ থাকায় রাজনৈতিক দলগুলোরও সমালোচনা করেন মাহমুদুর রহমান।
তিনি বলেন, কথিত ধর্মনিরপক্ষে রাষ্ট্র ভারতে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী এবং নিম্ন বর্ণের দলিত শ্রেণি বরাবরই অপমান, বঞ্চনা, নির্যাতন ও হত্যার শিকার হয়েছে। চরম মুসলিম বিদ্বেষী ও মানবতাবিরোধী হিন্দুত্ববাদী ভারতীয় শাসক শ্রেণির জুলুম ও আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বাংলাদেশের সকল নাগরিকের প্রতি আহ্বান জানান মাহমুদুর রহমান ।
তিনি বলেন, মসজিদে বয়ানে ফিলিস্তিন ও আফগানিস্তানের মুসলমানদের ওপর চলা নির্যাতনের কথা বলা হয় কিন্তু কাশ্মিরের মুসলমানদের কথা বলা হয় না। দিল্লির মদত ছাড়া ক্ষমতায় যেতে পারবে না বলে রাজনৈতিক দলগুলো নীরব। তিনি এ বিষয়ে সরব না হওয়ার সুশীল সমাজেরও সমালোচনা করেন।
এক-এগারোর ঘটনার পর থেকেই বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা চলে গেছে বলে মন্তব্য করেন মাহমুদুর রহমান। তিনি বলেন, আমার এই কথাগুলো বেশিরভাগই আপনারা প্রকাশ করবেন না, করলেও সীমিত পরিসরে-কারণ বাংলাদেশে ১/১১ এর ঘটনার পর থেকে গণমাধ্যমের স্বাধীনতা চলে গেছে।
সংবাদ সম্মেলন দুই ঘণ্টা পিছিয়ে দেওয়া প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘গতকাল (শনিবার) রাত থেকে আমার বাসার সামনে পুলিশ অবস্থান করছে। সকালে নির্দিষ্ট সময়ে আমি বের হতে চেয়ে ব্যর্থ হয়েছি।’
মাহমুদুর রহমান জানান, তাকে সংবাদ সম্মেলনে যেতে দিতে ‘উপর মহলের’ নিষেধাজ্ঞা আছে বলে গোয়েন্দা পুলিশ তাকে প্রথমে বাধা দেয়। অবশ্য পরে দুই গোয়েন্দা কর্মকর্তা সাক্ষাত করে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন এবং বাসা থেকে বের হতে দেয় পুলিশ।
শর্তসাপেক্ষে তাকে সংবাদ সম্মেলনে আসতে দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মাহমুদুর রহমান কন্ডিশনে যায় না, তাহলে ৫ বছর জেল খাটতো না। কেন আটকে রাখা হয়েছে সে প্রশ্ন গোয়েন্দা পুলিশকেই জিজ্ঞেস করতে বলেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লেখক ও বুদ্ধিজীবী ফরহাদ মাজহার, সাংবাদিক নেতা রুহুল আমীন গাজী, এম আবদুল্লাহ, আবদুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমেদ, ইলিয়াস খান, কাদের গণি চৌধুরী, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু প্রমুখ ।
দৈনিক দেশজনতা/এন আর