১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৭

জয়নুল আবদিন ফারুক কারাগারে

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুককে আদালত দুই মামলায় জামিন দিলেও চার মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

আজ রোববার ফারুক তার আইনজীবীদের মাধ্যমে ঢাকার সিএমএম আদালতে পল্টন থানায় দায়ের করা ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়া সংক্রান্ত ছয়টি মামলায় আত্মসমর্পন করে জামিন চান।রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।

বিচারক নুর নাহার ইয়াসমিন উভয়পক্ষের বক্তব্য শুনে দুই মামলায় জামিন মঞ্জুর করেন এবং চার মামলায় জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন- সানাউল্লাহ মিয়া, খোরশেদ আলম, মহসিন মিয়া, খোরশেদ মিয়া আলম, তাহেরুল ইসলাম তৌহিদ, নুরুজ্জামান তপন, আব্দুল খালেক মিলন, খায়রুল কবীরসহ বেশ কয়েকজন আইনজীবী।

শুনানিকালে আইনজীবীরা আদালতে বলেন, এ মামলাগুলোতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমেদ, আব্দুল্লাহ আউয়াল মিন্টু, আমান উল্লাহ আমান, খায়রুল কবীর খোকন, ডাক্তার জাহিদ সবাই জামিনে আছেন। সে কারণসহ যেকোনো শর্তে জামিন মঞ্জুর করা প্রয়োজন।

রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, আসামির বিরুদ্ধে সন্ত্রাসে মদদের অভিযোগে আছে। তার কারণে ২০১৫ সালে জানুয়ারিতে পল্টন থানার বিভিন্ন এলাকায় ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়ার ঘটনা ঘটে। এজন্য তার জামিন না মঞ্জুর করে কারাগারে আটক রাখা প্রয়োজন।

আদালত উভয়পক্ষের বক্তব্য শুনে দুই মামলায় জামিন করলেও চার মামলায় জামিন আবেদন নাকচ করে।

উল্লেখ্য, ২০১৫ সালের জানুয়ারি মাসে বিএনপির হরতাল অবরোধ চলাকালে পল্টন থানার বিভিন্ন এলাকায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়। এ ঘটনায় মামলাগুলো দায়ের করা হয়।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুলাই ২, ২০১৭ ৭:০২ অপরাহ্ণ