১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৯

বিশ্বজুড়ে সাইবার হামলা চালিয়েছে রাশিয়া দায়ী করেছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বজুড়ে সাম্প্রতিক সময়ে যে সাইবার হামলা চালানো হয়েছে তার জন্য রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন। দেশটির তরফ থেকে দাবি করা হয়েছে যে, বিশ্বজুড়ে রাশিয়া যে সাইবার হামলা চালিয়েছে এর প্রমাণ তাদের কাছে আছে।চলতি সপ্তাহে বিশ্বের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেম হ্যাক করা হয়েছে। রাশিয়ার নিরাপত্তা সেবা ওই হামলার পেছনে দায়ী বলে অভিযোগ এনেছে ইউক্রেন।মঙ্গলবার সাইবার হামলা প্রথমে ইউক্রেনেই চালানো হয়। বিশ্বের আটটি দেশে সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। ইউরোপ থেকে ভারত পর্যন্ত বড় আকারের এই সাইবার হামলা চালানো হয়। ইউক্রেন, রাশিয়া, ব্রিটেন, ডেনমার্ক, স্পেন, ফ্রান্স, নরওয়ে ও ভারত। এসব দেশের বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় সাইবার হামলায় আক্রান্ত হয়েছে।  তবে সাইবার হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে মস্কো। তারা এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। কেননা রাশিয়ার বেশ কিছু প্রতিষ্ঠানও ওই হামলায় আক্রান্ত হয়েছে। তবে সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এই হামলার পেছনে রাশিয়া দায়ী নয়।

 

প্রকাশ :জুলাই ২, ২০১৭ ৩:১৪ অপরাহ্ণ