১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৮

মানিকগঞ্জে আগুনে পুড়ে গেছে ১৫টি দোকান

নিজস্ব প্রতিবেদক:

মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে ফলপট্টির ১৫টি ফলের দোকান। এতে ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। আজ (রবিবার) ভোর ৪টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরের দিকে হঠাৎ ফলপট্টিতে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌছে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে ফলের ১৫টি দোকান মালামাল সহ পুড়ে যায়। দোকানে আম, কমলা, আনারস, আঙ্গুর, আপেল, নাশপতি, খেজুরসহ রকমারি ২০ লক্ষাধিক টাকার ফল পুড়ে যায়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা বাবুল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে নৈশ প্রহরীর মাধ্যমে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। সঠিক ক্ষয়ক্ষতি পরিমান নিরুপনের কাজ চলছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২, ২০১৭ ১২:১৭ অপরাহ্ণ