১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৯

গাজীপুরে ট্রাক-সিএনজির সংঘর্ষে ২দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। রোববার সকাল সোয়া ৯টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইলের নাগদা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর থানার পুবাইল পুলিশ ফাঁড়ির এসআই মো. রফিকুল ইসলাম জানান, ভোগড়া বাইপাস মোড় থেকে নারায়ণগঞ্জের গাউসিয়াগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী অজ্ঞাত পরিচয়ের এক নারী (৪১) ও অজ্ঞাত পরিচয়ের পুরুষ (৪০) নিহত হন।

গুরুত্বর আহত তিনজনকে টঙ্গীসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে নাওজোর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২, ২০১৭ ১২:০৬ অপরাহ্ণ