১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৫

হাওরপাড়ের ৩০ হাজার মানুষ পানিবন্দি

নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজার জেলার সদর উপজেলাসহ কুলাউড়া, জুড়ি, বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকার মানুষ কয়েকদিন ধরে পানিবন্দি অবস্থায় রয়েছেন। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে দিন দিন পানি বাড়তে থাকায় বাড়ছে মানুষের দুর্ভোগ।

সরেজমিন দেখা যায়, কুলাউড়ার পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। উপজেলার ভুকশিমইল ইউনিয়নের প্রায় ৯০ ভাগ মানুষের বাড়িঘরে পানি ওঠায় চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন হাজার হাজার মানুষ। পৌরসভা এলাকার বিহালা, সোনাপুর, বিছরাকান্দি এলাকায় মানুষের ঘরে হাঁটুপানি। এছাড়াও বরমচাল, ভাটেরা, কাদিপুর ও জয়চন্ডি ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় প্রায় ৩০ হাজার মানুষ রয়েছেন পানিবন্দি অবস্থায়। জুড়ি উপজেলার সদর ইউনিয়নসহ বিভিন্ন এলাকার ২০টি গ্রামের মানুষেরও একই দশা।

এ বিষয়ে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম আবদুল্লাহ আল মামুন বলেন, গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টিতে হাওরের পানি বাড়ছে। ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে মানুষের বাড়ি-ঘরে পানি ঢুকে পড়ে। এখন পর্যন্ত ৩০টি পরিবার নিরাপদে বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, স্যালাইন, নগদ ৫০০ টাকা ও বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

 

প্রকাশ :জুলাই ২, ২০১৭ ১২:০১ অপরাহ্ণ