১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৯

বাধা প্রত্যাহার, মাহমুদুর রহমানের সংবাদ সম্মেলন দুপুর ১টায়

নিজস্ব প্রতিবেদক:

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সংবাদ সম্মেলন বন্ধ করার জন্য যে নির্দেশ দেয়া হয়েছিল পরে তা প্রত্যাহার করে নিয়েছে পুলিশ। রোববার সকাল সাড়ে ১০ টায় মাহমুদুর রহমান সাংবাদিকদের জানান, সংবাদ সম্মেলনে পুলিশ যে বাধা দিয়েছিল তা প্রত্যাহার করে নিয়েছে। সংবাদ সম্মেলন আজই হবে।

পরে আমার দেশ পত্রিকার নগর সম্পাদক ও সাংবাদিক নেতা এম আবদুল্লাহ জানান, দুপুর ১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ভারতে গো হত্যার নামে মানুষ হত্যার প্রতিবাদ জানাতেই মাহমুদুর রহমান আজ সকাল ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন।

এর আগে রোববার সকাল পৌনে ৮ টার দিকে মাহমুদুর রহমানের গুলশানের বাসায় সাদা পোশাকের পুলিশ গিয়ে তাকে সংবাদ সম্মেলনে না যেতে নির্দেশ দিয়ে আসে বলে সাংবাদিকদের জানিয়েছিলেন এম আবদুল্লাহ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২, ২০১৭ ১১:৫০ পূর্বাহ্ণ