১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩২

‘রাজনীতি’র দাপটে কুপোকাত যৌথ প্রযোজনার ছবি

 নিজস্ব প্রতিবেদক:

দেশীয় নির্মিত ছবি বলে কিনা ‘রাজনীতি’কে তাচ্ছিল্য করেছিল হল মালিকেরা। কিন্তু ঈদের মুক্তি পাওয়া অন্য দুই বিগ বাজেটের ছবিকে (যৌথ প্রযোজনা) টেক্কা দিয়ে এখনও দাপট অব্যাহত রেখেছে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’। যদিও ‘রাজনীতি’র হল সংখ্যা তুলনামূলক কম। শুধু তাই নয়, হল থেকে বের হওয়ার পর ছবিটি নিয়ে প্রশংসায় ভাসাচ্ছেন দর্শকরা।

ঢাকার মধ্যে শুধুমাত্র ব্লকবাস্টার সিনেমাতে চলছে ‘রাজনীতি’। মুক্তির পর থেকেই ছবিটি দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসায় ব্লকবাস্টার সিনেমা কর্তৃপক্ষ শুক্রবার থেকে রাজনীতি ছবির চারটি প্রদর্শনীর ব্যবস্থা করেছে। আর এই রাজনীতি এমন দাপটের কাছে প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছে হলিউডের ‘পাওয়ার রেঞ্জার্স’ ছবিটির। যেটি কিনা ডিন ইসরাএলিট পরিচালিত ২০১৭ সালের বহুল আলোচিত আমেরিকান সুপার হিরো অ্যাকশন, অ্যাডভেঞ্চার, সাইন্স ফিকশন ছবি।

ব্লকবাস্টার কর্তৃপক্ষ জানায়, মুক্তির প্রথম সপ্তাহে রাজনীতি ছবি প্রতিদিন তিনটি করে প্রদর্শনী ছিল। কিন্তু দর্শকদের চাপে এই সপ্তাহে চারটি করে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। ফলে হলিউডের পাওয়ার রেঞ্জারর্স এর প্রদর্শনী বন্ধ করা হয়েছে।

প্রসঙ্গত, এবছর ঈদুল ফিতরে সারা দেশের ২৭৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে তিনটি ছবি শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’, শাকিব খান ও শুভশ্রী অভিনীত ‘নবাব’ এবং কলকাতার জিৎ, শুভশ্রী ও বাংলাদেশের নুসরাত ফারিয়া অভিনীত ‘বস টু’। পরেই দু’টি ছবিই যৌথ বাংলার প্রযোজনার। যা নিয়ে ঈদের আগে কম জল ঘোলা হয়নি। তারপরও বাংলাদেশি নির্মিত ‘রাজনীতি’ ছেড়ে বেশির ভাগ সিনেমা হলগুলো বেছে নিয়েছে নবাব ও বস-টু ছবিটি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২, ২০১৭ ১১:৩৯ পূর্বাহ্ণ