২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:১৭

কুষ্টিয়ার ‘অপারেশন টেপিড পাঞ্চ’ শেষ

 নিজস্ব প্রতিবেদক:

জঙ্গি আস্তানা সন্দেহে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া তালতলা এলাকায় চলা অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে নয়টায় পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান ‘অপারেশন টেপিড পাঞ্চ’ নামের ২১ ঘণ্টা ধরে চলা এই অভিযান শেষের ঘোষণা দেন। গতকাল শুক্রবার রাত ১২টায় অভিযান শুরু হয় বলে জানায় পুলিশ। অভিযান শেষ করার আগে বাড়িটির ভেতরে পাওয়া বেশ কিছু বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায় বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা। অভিযানে তিন নারী জঙ্গিকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অভিযান শুরুর আগে ওই জঙ্গি আস্তানার চারপাশে ৫০০ মিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। তবে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান আজ রাত সাড়ে ১০টায় প্রথম আলোক বলেন, অভিযান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তার জন্য ঘিরে রাখা ভবনটির আশপাশজুড়ে ৫০০ মিটার এলাকায় যানবাহন ও মানুষের চলাচল নিষিদ্ধ করা হয়েছিল।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২, ২০১৭ ১১:৩৫ পূর্বাহ্ণ