আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানে বিভিন্ন উগ্রবাদী আস্তানায় দেশটির সরকারি বাহিনীর বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ১৩ জঙ্গি নিহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজন ইসলামিক স্টেটের (আইএস) প্রতি আনুগত্য প্রকাশ করেছিল। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় উগ্রবাদী আস্তানা লক্ষ্য করে আফগান বিমান বাহিনীর হামলায় ইসলামিক স্টেট গ্রুপের পাঁচ সদস্যসহ ১৩ সশস্ত্র সদস্য নিহত হয়েছেন। খোয়াজা খিল গ্রাম,পাকতিকার বারমাল জেলা, কোরা কোল গ্রাম, সাল-ই-পুল জেলার সাইয়াদ ও আকসাই গ্রাম এবং জোজান প্রদেশের কোশ টিপা জেলায় এ অভিযানগুলো চালানো হয়।
বিবৃতিতে আরো জানানো হয়, অভিযানে উগ্রবাদীদের অস্ত্র ও গাড়িও ধ্বংস হয়ে গেছে। তবে তালেবান বা আইএস এ ব্যাপারে এখনো কিছু জানায়নি।
দৈনিক দেশজনতা/এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

