১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৬

জঙ্গি সন্দেহে আ’লীগ নেতার স্ত্রী ও ভাই আটক

নিজস্ব প্রতিবেদক:

জঙ্গি সন্দেহে নাটোর পৌরসভার কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নান্নু শেখের স্ত্রী এবং তার ছোট ভাই ও স্ত্রীসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

শনিবার ভোরে শহরের কানাইখালি এবং বড়হরিশপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল হাসনাত বলেন, সরকারের তালিকা ভুক্ত এক জঙ্গি নেতা কাউন্সিলর নান্নু শেখের বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে শহরের বড়হরিশপুর এবং কানাইখালি এলাকায় অভিযান চালায় পুলিশ। রাত দুইটার দিকে অভিযান শুরু করে পুলিশের একটি দল। অভিযান শেষে ভোরে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আটককৃতরা হলেন, নাটোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নান্নু শেখের স্ত্রী শিউলি আক্তার, ছোট ভাই জহুরুল ইসলাম ও তার স্ত্রী সেলিনা বেগম।  আটককৃতরা কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত রয়েছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বর্তমানে আটককৃতরা নাটোর সদর থানা হেফাজতে রয়েছে। ভোর রাতে তাদের আটক করা হলেও বেলা ১২টার দিকে তাদের আটকের বিষয়টি স্বীকার করেন পুলিশ।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুলাই ১, ২০১৭ ৫:৪৪ অপরাহ্ণ