১৪ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৮:২৩

পটুয়াখালীতে ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক:

পটুয়াখালী পৌর শহরের নন্দকানাই এলাকা থেকে শুক্রবার মধ্যরাতে এক হাজার ৭শ’ ৩০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- নন্দকানাই এলাকার মিজানের স্ত্রী মাহবুবা ও তাদের সহযোগী দুলাল সিকদার। গোপন তথ্যের ভিত্তিতে পটুয়াখালী সদর থানা পুলিশ একটি বসত বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, অভিযান চলাকালে তাদের কাছ থেকে এক হাজার ৭শ’ ৩০ পিস ইয়াবাসহ ইয়াবা বিক্রির এক লাখ টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১, ২০১৭ ৪:১৮ অপরাহ্ণ