১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৭

দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় সহস্রাধিক যানবাহন

নিজস্ব প্রতিবেদক:

ঈদ শেষে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে রাজধানীমুখী মানুষের চাপ বেড়েছে। অতিরিক্ত যানবাহনের চাপ এবং বৈরী আবহাওয়ায় রাতে ফেরি ও লঞ্চ চলাচলে কিছুটা বিঘ্ন ঘটায় শনিবার সকাল থেকে চাপ বেড়েছে। দৌলতদিয়া ঘাট থেকে প্রায় ৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। ফলে নদী পাড়ের অপেক্ষায় রয়েছে সহস্রাধিক যানবাহন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, বর্তমানে চারটি ঘাটই সচল রয়েছে এবং ১৯টি ফেরি চলাচল করছে। ঘাটে যানবাহনের চাপ বেড়েছে। আশা করছি- শিগগিরই যানজট কমে যাবে।

যাত্রীদের নিরাপত্তায় ঘাট এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষ্মাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১, ২০১৭ ৪:১২ অপরাহ্ণ