৭ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৫:৫৮

তাঞ্জানিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩৩ শিশু সহ নিহত ৩৬

অনলাইন ডেস্ক  :

তাঞ্জানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে কমপক্ষে ৩৬ শিক্ষার্থী। এর মধ্যে ৩৩ জনই শিশু। শিক্ষার্থীতে ভরা একটি বাস শনিবার সকালে ঢালু একটি সড়ক থেকে পিছলে পড়ে যায় গিরিখাদে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। তাঞ্জানিয়ার উত্তরাঞ্চলে কারাতু জেলায় আরুশা শহরে এ দুর্ঘটনা ঘটে।

এক বিবৃতিতে তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট জন ম্যাগুফুলি এই দুর্ঘটনাকে ‘জাতীয় দুর্যোগ’ বলে বর্ণনা করেছেন।
তিনি বলেন, ‘এই দুর্ঘটনা সব স্বপ্নকে ধূলিস্মাৎ করে দিয়েছে। এই শিশুরা জাতীকে সেবার প্রস্তুতি নিচ্ছিল। এই দুর্ঘটনা নিহতদের পরিবার, বন্ধু এবং সর্বপরি জাতীর জন্য অনেক দুঃখের।’

আরুশা পুলিশ কমান্ডার চার্লস মকুমবো বলেছেন, যেখানে এ দুর্ঘটনা ঘটেছে তা একটি পাহাড়ি এলাকা। সড়কটি ছিল খুবই ঢালু। দুর্ঘটনার সময় সেখানে বৃষ্টি হচ্ছিল। আসলে কি কারণে দুর্ঘটনা ঘটেছে তা জানতে অনুসন্ধান শুরু হয়েছে। উল্লেখ্য, ওই বাসের চালক ও বাসে থাকা দু’জন শিক্ষকও নিহত হয়েছেন। মাত্র দু’জন শিক্ষার্থী প্রাণে বেঁচে গেছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক।

N/R

 

প্রকাশ :মে ৭, ২০১৭ ৫:১০ অপরাহ্ণ