২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০০

তিস্তার পানি বিপদসীমার উপরে

নিজস্ব প্রতিবেদক:

তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় তিস্তার পানি ৫২ দশমিক ২৫ মিটারে প্রবাহিত হলেও শনিবার সকাল ৯টায় তা ২০ সেন্টিমটার বৃদ্ধি পেয়ে ৫২ দশমিক ৪৫ মিটারে প্রবাহিত হচ্ছে।

তিস্তার পানি বৃদ্ধির ফলে চরাঞ্চরের নিচু অঞ্চলের বসতভিটায় বন্যার পানি প্রবেশ করেছে। ফরেস্টের চরের ১৫টি বাড়ি নদী গর্ভে বিলিন হয়েছে। পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। ঝাড়সিংস্বের এলাকার বসতবাড়িতে বন্যার পানি প্রবেশ করেছে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নিবাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, উজানের ঢলের কারণে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১, ২০১৭ ১২:০৮ অপরাহ্ণ