২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৩৬

দুবাইয়ে দুই বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

দুবাইয়ে জেবল আলি ডিয়াইপি ওয়ানে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই বাংলাদেশি শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন। শুক্রবার (৩০জুন) সকাল সাত টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মো. মনির (২৭) ও কুতুবদিয়া উপজেলার মো. বেলাল হোসাইন (২৫)। আহত মো. শাহিন নিহত মনিরের বড় ভাই। সবাই জেবল আলী আল হাসানী গ্রুপ অব কোম্পানির শ্রমিক। নিহত দুইজনের মরদেহ দুবাই সোনাপুর মেডিকেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত শাহিন দুবাই রাশিদিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার রাতে নিয়মিত ডিউটি শেষ করে শুক্রবার সকালে তারা তিনজনে একটি সেপটিক ট্যাংক পরিষ্কার করার (২০০০ দিরহামের বিনিময়ে) কাজ নেন। মনির সেপটিক ট্যাংকের ঢাকনা খোলে ট্যাংক পরিষ্কার করার জন্য প্রবেশ করার কিছুক্ষণের মধ্যে মারা যান। এরপর বেলাল প্রবেশ করলে তিনিও নিথর হয়ে যান।

তাদের দুইজনকে সাহায্য করতে শাহীন সেপটিক ট্যাংকে নামলে তিনিও বেহুশ হয়ে যান। তাদের অবস্থা দেখে তাৎক্ষণিকভাবে কোম্পানির অন্য লোকজন এসে শাহীনকে উদ্ধার করে। নিহতদের মরদেহ পুলিশ মর্গে নিয়ে যান। নিহত মনির, আহত শাহীন ও মো. মিন্টু তিন ভাই একই কোম্পানিতে কাজ করেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

 

প্রকাশ :জুলাই ১, ২০১৭ ১২:০৩ অপরাহ্ণ