২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:২৪

৫৭ ধারা বাতিল করে নতুন আইন হচ্ছে: আনিসুল হক

হবিগঞ্জ সংবাদদাতা:

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল করে নতুন আইন সৃষ্টি করা হচ্ছে। ৫৭ ধারা নিয়ে বির্তক সৃষ্টি হয়েছে। বিতর্কে বলা হয়েছে জনগণের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে। সে কারণেই এ আইনটি বাতিল করা হচ্ছে। নতুন আইনে যাতে করে কাউকে অহেতুক হয়রানি করা না হয় সে ব্যবস্থা রাখা হবে। ’

রবিবার, ৭ মে সকালে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় সংসদ সদস্য মো. আবু জাহির, মো. আব্দুল মজিদ খান, জেলা ও দায়রা মো. আতাবুল্লাহ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোলেয়ামান মিয়াসহ আদালতের বিচারকগণ ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
২১ কোটি টাকা ব্যয়ে ৫ তলা বিশিষ্ট ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন করে গণপূর্ত বিভাগ।
পরে জেলা বিচার বিভাগের আয়োজনে সুধি সমাবেশে তিনি বলেন, বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। বিচার বিভাগের আস্থা ও স্বাধীনতা বজায় রাখতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

N/R

প্রকাশ :মে ৭, ২০১৭ ৪:৫৮ অপরাহ্ণ