নাইজেরিয়ার জঙ্গি গোষ্ঠী বোকো হারাম কর্তৃক অপহৃত ২৭৬ জন নারীর মধ্যে ৮২ জন স্কুলছাত্রীকে মুক্তি দেয়া হয়েছে। তিন বছর আগে তাদের নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল চিবুক থেকে তাদের অপহরণ করা হয়েছিল। খবর বিবিসির।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় জানায়, বোকো হারামের সঙ্গে সরকারের জঙ্গি বিনিময় সংক্রান্ত এক সমঝোতায় ওই স্কুলছাত্রীদের মুক্তি দিয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, রবিবার আবুজাতে প্রেসিডেন্ট মোহাম্মাদো বাহুরির কাছে অপহৃত স্কুলছাত্রীদের হস্তান্তর করা হবে। তারা অপহৃত হবার পর বিশ্বব্যাপী শোরগোল পড়ে যায় এবং তাদের মুক্ত করার দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচার চালানো হয়।
এই ৮২ জন নারীকে মুক্তি দেয়ার আগ পর্যন্ত ১৯৫ জন নারী এখনো নিখোঁজ রয়েছে। তবে এই বন্দিদের বিনিময়ে কতজন বোকো হারামের সদস্যকে মুক্তি দেয়া হয়েছে তা জানানো হয়নি।
৮২ জন স্কুলছাত্রী বর্তমানে নাইজেরীয় সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন। তাদের দুর্গম এলাকা থেকে সেনাবাহিনীর গাড়ি দিয়ে ক্যামেরন সীমান্তবর্তী সেনাঘাঁটি ব্যাঙ্কিতে নেয়া হয়েছে।
N/R