২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৪২

খুলনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

নিজস্ব প্রতিবেদক:

খুলনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রবিউল (৩৫) ওরফে বাদশা নামে এক ডাকাত নিহত হয়েছেন। আজ ভোরে জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগর মাদ্রাসা রোডে এ ঘটনা ঘটে। এসময় ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাসসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি পুলিশের। এছাড়া ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল, ককটেল, চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

ডাকাত রবিউল উপজেলার মালতিয়া গ্রামের জাফর শেখের ছেলে।

জানা যায়, রবিউলকে শুক্রবার গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তিতে অস্ত্র উদ্ধারের অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার লোকজন গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও এসময় তাদের লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে। দু’পক্ষের গুলি বিনিময়কালে ডাকাত রবিউল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় ওসিসহ চার পুলিশ সদস্য আহত হয়।

বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন বলেন, রবিউলের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় ডাকাতিসহ ৫টি মামলা রয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ১, ২০১৭ ১১:২৭ পূর্বাহ্ণ