১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৬

নাটোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮

নাটোর প্রতিনিধি:

নাটোরের নলডাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ৮জন আহত হয়েছে। এসময় ধাওয়া পাল্টা ধাওয়া এবং মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে। আর এই ঘটনায় নাটোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ সহ ১২জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে নলডাঙ্গা উপজেলার রামশা কাজিপুর বাজারে সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ এবং নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম ফিরোজের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এরাই জের ধরে বৃহস্পতিবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের সংঘর্ষ হয়। এতে অন্তত ৮জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুন ৩০, ২০১৭ ৯:৪৩ অপরাহ্ণ