নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে গাবতলীর পশুরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি গরু, ৫টি ছাগল ও ১টি ভেড়া জীবন্ত দগ্ধ হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে স্থানীয় ও পশু ব্যবসায়ীদের মতে এ সংখ্যা আরও বেশি।তাদের মতে, আগুনে ২৬টি ছাগল জীবন্ত দগ্ধ হয়েছে। এছাড়া আগুনে দগ্ধ আরও ১৪টি গরুকে তাৎক্ষণিকভাবে জবাই করা করেছেন পশু ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভিস সদর দফতর জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাবতলী পশুরহাটে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়্ন্ত্রণে আনতে সক্ষম হয়।বিকেলে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, আগুন নেভানো গেলেও ২১টি পশু ঘটনাস্থলেই পুড়ে মারা গেছে। আগুনে পশুরহাটের তিনটি ছাউনি পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ জানাতে পারেননি তিনি।স্থানীয় এক ব্যবসায়ী জানান, প্রথমে হাটের দোচালা একটি ছাউনিতে আগুন লাগে এবং পরে পাশের দুই ছাউনিতে তা ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় ওই তিন ছাউনিতে কয়েকশ পশু রাখা ছিল। পশু রাখার ছাউনিগুলো প্লাস্টিকের তৈরি। যে কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে প্লাস্টিক গলে গলে পশুর ওপর পড়ে। তাছাড়া শেকল বা চেইন দিয়ে বাঁধা থাকায় আগুন লাগা ছাউনির নিচের পশুগুলোই বেশি মারা গেছে। উদ্ধারের পর ১৪টি গরু জবাই করা হয়েছে। মাস পাঁচেক আগেও একবার এ হাটে আগুন লেগেছিল বলে জানান তিনি।গাবতলী গবাদিপশু ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি মজিবুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের সময় হুড়োহুড়ির মধ্যে অন্তত অর্ধশত গরু-ছাগল চুরি হয়ে গেছে। আগুনের দায় হাট ব্যবসায়ীদের নয়, হাট মালিকের। অবিলম্বে ব্যবসায়ীদের ক্ষতি পুষিয়ে দিতে হবে। পাশাপাশি ছাউনিগুলো ঠিক করে দিতে হবে।
দৈনিক দেশজনতা/এন এইচ