দৈনিক দেশজনতা ডেস্ক:
গতকাল জর্ডানের ইরবিদ জেলার রামথা থানার আল হাসান ইন্ড্রাস্ট্রিয়াল এলাকার ক্লাসিক নামক গার্মেন্টস ফ্যাক্টরীর বয়লার বিস্ফোরণের সংবাদ ছড়িয়ে পড়ে দেশ থেকে দেশান্তরে।
বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যম সিএনআই নিউজ২৪ ডটকমের বরাত দিয়ে সংবাদ করেন অন্তত ১৫ জন বাংলাদেশী নিহত হন। আবার আরেক সূত্র জানতে পাই ১৫ জন নয়, একজন বাংলাদেশী নিহত হয়েছে।ঘটনার সত্যতা যাচাইয়ে আমরা মোবাইলে যোগাযোগ করি মো. জামান আমে এক প্রবাসীর সাথে, তিনি আল হাসান এলাকার ক্লাসিক ফ্যাক্টরীর সাথে একটি গার্মেন্টসের সুপারভাইজার বলে আমাদের সাথে পরিচয় দেন। জামান বলেন, সেখানে কোন বাংলাদেশী নয়, একজন ইন্ডিয়ান প্রবাসীর মৃত্য হয়েছে। অহত হয়েছে অনেকে, তবে আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে সবাই এখন যার যার বাসায় অবস্থান করছেন। গতকাল সকালে যখন ঘটনা ঘটে তখন সকল শ্রমিক বাহিরে চলে আসে, খবর পেয়ে চলে আসে রামথা থানা পুলিশও। তখন অনেকে মনে করেন হয়ত অনেক লোক মারা পড়েছে। বিষ্ফোরন নিয়ন্ত্রনে আসার পর শ্রমিকরা ভিতরে যেতে চান কারো মৃত্যু হল কিনা দেখতে, সে সময় পুলিশ বাঁধা দলে পুলিশের থাকে শ্রমিকদের ছোটখান সংঘর্ষ বাঁধে। পুলিশ জলকামান নিক্ষেপ করে শ্রমিকদের নিয়ন্ত্রণে আনে। পরে খবর পাওয়া যায় একজনের মৃত্যু হয়েছে, তিনি ইন্ডিয়ান।
দূতাবাস সূত্রে আরো জানাযায়, ২৮ জুন সকাল আনুমানিক ৭.৩০ মিনিটে ক্লাসিক ফ্যাক্টরীর একটি বয়লার বিষ্ফোরিত হয়। বিষ্ফোরনের বিকট শব্দে জানালার কাঁচ ভেঙ্গে পরলে সেখানে কর্মরত একজন ভারতীয় ক্লিনার নিহত হয়।
দৈনিক দেশজনতা/এন এইচ