১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৬

আজ দেশের সব বাণিজ্যিক ব্যাংকের শাখা খোলা থাকবে : বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক:

আজ শুক্রবার দেশের সব বাণিজ্যিক ব্যাংকের শাখা খোলা থাকবে। আয়কর, ভ্যাট ও সরকারি শুল্ক জমাদানের জন্য বাংলাদেশ ব্যাংক এ নির্দেশ দিয়েছে।

তবে ব্যাংকের যেসব শাখায় আয়কর, ভ্যাট ও শুল্ক জমা নেওয়া হয় না সেসব শাখা খোলা থাকবে না। ফলে অনেক গ্রামীণ শাখা বন্ধ থাকতে পারে। তবে শহর এলাকার বেশিরভাগ শাখা খোলা থাকবে। ব্যাংক শাখা খোলা থাকলেও স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলবে সীমিত আকারে। শুধু সংশ্লিষ্ট কার্যক্রমের জন্য খোলা রাখা হবে। ব্যাংক খোলা থাকলেও শেয়ারবাজার কার্যক্রম বন্ধ থাকবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ৩০, ২০১৭ ১১:৩৬ পূর্বাহ্ণ